মতলব উত্তরে জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতা সভা

সফিকুল ইসলাম রানা :

মতলব উত্তরে ২০২৪-২৫ আর্থিক সালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ০১ মার্চ হতে ৩০ এপ্রিল, ২০২৫ পর্যন্ত অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ মার্চ) দুপুরে ছেংগারচর পৌর অডিটোরিয়ামের সামনে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা জানান, ইলিশ জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষা করতে সরকারের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করবে। এই ২মাস নদীতে কেউ মাছ শিকারে গেলে কাউকে ছাড় দেয়া হবে না, আমরা চাই না কোনো জেলে নদীতে মাছ শিকার করতে গিয়ে ধরা খেয়ে জেলে খাটুক, তার পরিবার কষ্টে থাকুক।
তিনি জেলেদেরকে পরামর্শ দিয়ে বলেন, অভিযানের ২মাস আপনারা আপনাদের পরিবারকে সময় দিন, জাল এবং নৌকা মেরামত করুন। কেউ অসুস্থ থাকলে তাকে চিকিৎসা দিন, সামাজিক কাজ করুন। ২মাস এমনিতেই কেটে যাবে। অভিযানে নদীতে মাছ শিকার না করার জন্য সরকার আপনাদেরকে প্রায় সারাবছর বিভিন্ন ধরনের সহযোগিতা করছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. আনোয়ার হোসেন’সহ আড়ৎদার, মৎস্যজীবী নেতৃবৃন্দ, জেলে, এলাকাবাসী ও মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, জাটকা রক্ষায় মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস সব ধরণের মাছ আহরন, মওজুদ, পরিবহন ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকবে।
প্রকাশ : সোমবার, ০৩ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

