মতলব উত্তরে ট্রলি চালককে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ

মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিন গাজীপুর এলাকায় ট্রলি চালককে প্রকাশ্যে মারধর, নগদ অর্থ লুট ও ট্রলি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় রুহুল আমিন ঢালী ও বিল্লাল ঢালীসহ আরও কয়েকজনের বিরুদ্ধে। আহত চালক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী জসিম প্রধানের মা জোস্না আক্তার (৫০) মতলব উত্তর থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে বলেন, তার ছেলে জসিম প্রধান জীবিকার তাগিদে একটি চারচাকা ট্রলি গাড়ি চালিয়ে মালামাল পরিবহন করে। গত ১ জুলাই বিকাল ৩টার দিকে স্থানীয় হাশেম প্রধানের ক্রয়কৃত গাছের গুঁড়ি পরিবহনের জন্য দক্ষিন গাজীপুরের একটি সড়ক দিয়ে যাচ্ছিল জসিম। এ সময় বিবাদীরা—রুহুল আমিন ঢালী, বিল্লাল ঢালী ও আরও অজ্ঞাত ২-৩ জন মিলে ট্রলি চলাচলে বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে।
পরিস্থিতি উত্তপ্ত হলে তারা জসিম প্রধানের উপর হামলা চালায়। কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার মুখ, পিঠ, গলা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। মাটিতে লুটিয়ে পড়ার পরও তারা জসিমের বুকে উঠে পায়ে লাথি মারে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে হাশেম প্রধান ঘটনাস্থলে এসে বাধা দিলে তাকেও মারধর ও গালমন্দ করা হয়। হামলাকারীরা একপর্যায়ে ট্রলি গাড়িটি ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং জসিম প্রধানের সঙ্গে থাকা গাছ বিক্রির নগদ ৫২ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত জসিমকে স্থানীয়দের সহায়তায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে বিবাদী রুহুল আমিন ঢালীর সাথে একাধিক যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতি বার, ০৩ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন

