মতলব দক্ষিণে এসএসসিতে পাশের হার কমেছে , বেড়েছে দাখিলে

গোলাম নবী খোকনঃ মতলব দক্ষিণ উপজেলায় এসএসসি পরীক্ষায় পাশের হার কমেছে ১০.৮৯%। চলতি বছর এসএসসি পরীক্ষায় পাশের হার ৭১.৬১%, গত বছর ছিল ৮২.৯১%। সেই সাথে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যারও কমেছে। চলতি বছর জিপিএ ৫ পেয়েছে ৭০ জন শিক্ষার্থী, গত বছর এই সংখ্যাটি ছিল শতকের ঘরে। অপর দিকে দালিখে পাশের হার বেড়েছে ৩.৭৫%। গত বছর পাশের হার ছিল ৮১.৭৫%, যা এই বছর হয়েছে ৮৫.৫০%। রবিবার (১২ মে) উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিস সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্র মতে, উপজেলার ২৮ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ২ হাজার ৬শত ৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১ হাজার ৮শত ৬৭জন, অকৃতকার্য ৭শত ৪০ জন। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭০ জন। অপর দিকে ১৬টি প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় ৫শত ৫৯ জন অংশ গ্রহণ করে পাশ করেছে ৪শত ৭৮ জন, অকৃতকার্য ৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ২১ জন। উপজেলার তিনটি বিদ্যালয়ের অধিনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১শত ৯৪ জন অংশ গ্রহণ করে পাশ করেছে ১শত ৭৯ জন, অকৃতকার্য হয়েছে ১৫ জন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, উপজেলার ২৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা দুইটি। যার মধ্যে কাচিয়ারা স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দেয় ৫০জন, জিপিএ-৫ পেয়েছে দুইজন। কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দেয় ৩৭ জন, জিপিএ-৫ পেয়েছে সাতজন।

এছাড়াও এসএসসি পরীক্ষায় উপজেলার মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ১শত ৬৭জন, পাশ করেছে ১শত ২০জন, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, পাশের হার- ৭১.৮৫%। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষায় দেয় ২শত ১জন, পাশ করেছে ১শত ৩০জন, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন, পাশের হার ৬৪.৬৭%। নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ২শত ২৪জন, পাশ করেছে ১শত ৫৩ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাশের হার ৬৮.৩০%। বরদিয়া কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৫৮জন, পাশ করেছে ২৬ জন, পাশের হার ৪৪.৮২%। মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ২শত ১জন, পাশ করেছে ১শত ৯জন, জিপিএ-৫ পেয়েছে ৫ জন, পাশের হার ৫৪.২২%। বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৭১ জন, পাশ করেছে ৪১জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাশের হার ৫৭.৭৫%। বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৭৩ জন, পাশ করেছে ৪২ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাশের হার ৫৭.৫৩%। বহরী উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৬৮ জন, পাশ করেছে ৫৩ জন, পাশের হার ৭৭.৯৪%। নওগাঁও উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৮৮ জন, পাশ করেছে ৪৮ জন, পাশের হার ৫৪.৫৪%। দগরপুর আঃ গনি উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৬৯ জন, পাশ করেছে ৪৮ জন, পাশের হার ৬৯.৫৬%। আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে মোট পরীক্ষা দেয় ১শত ৫১ জন, পাশ করেছে ১শত ৩৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, পাশের হার ৯০.৭৩%। লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ১শত ১৮জন, পাশ করেছে ৯৪জন, পাশের হার ৭৯.৬৬%। কালিকাপুর উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৫৬জন, পাশ করেছে ৪০জন, পাশের হার ৭১.৪৩%।

নায়েরগাঁও উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ১শত ১৫জন, পাশ করেছে ১শত ৬জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাশের হার ৯২.১৭%। ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৪৪ জন, পাশ করেছে ৪২জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাশের হার ৯৫.৪৩%। আচলছিলা উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৬০ জন, পাশ করেছে ৪৭ জন, পাশের হার ৭১.২১%। আধারা উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৮১ জন, পাশ করেছে ৭১ জন, পাশের হার ৮৭.৬৫%। নারায়নপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৫৩ জন, পাশ করেছে ২৫ জন, জিপিএ-৫ পেয়েছে একজন, পাশের হার ৪৭.১৭%। আদর্শ স্কুল মতলব থেকে মোট পরীক্ষা দেয় ৩৩জন, পাশ করেছে ২৭জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন, পাশের হার ৮১.৮১%। পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৬১জন, পাশ করেছে ২১জন, পাশের হার ৩৪.৪৩%। দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৮৮ জন, পাশ করেছে ৪৮ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাশের হার ৫৪.৫৪%। লামচরী উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৪১জন, পাশ করেছে ২৫ জন, পাশের হার ৬০.৯৮%। আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ১শত ২৯জন, পাশ করেছে ১শত ১৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৫ জন, পাশের হার ৯০.৬৯%। ডিঙ্গাভাঙ্গা নিন্ম মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৪৭ জন, পাশ করেছে ২৯ জন,জিপিএ-৫ পেয়েছে একজন, পাশের হার ৬১.০৭%। হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ১শত ৬১জন, পাশ করেছে ১শত ২১জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন, পাশের হার ৭৫.১৫%। কাশিমপুর পুরন উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৬২জন, পাশ করেছে ৬০জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাশের হার ৯৬.৭৭%।

ভোকেশনাল শাখায় মতলব জে.বি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে থেকে ৮১ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৭৭ জন, পাশের হার ৯৫.০৬%। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮৫ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৭৭ জন, পাশের হার ৯০.৫৮% এবং বরদিয়া কাজী সুলতান আঃ উচ্চ বিদ্যালয় থেকে ২৮ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৫ জন, পাশের হার ৮৯.২৮%।

দাখিল পরীক্ষায় উপজেলার ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করা প্রতিষ্ঠান হলো ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদ্রাসা। এই প্রতিষ্ঠান থেকে ৪৬ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। মতলব দারুল উলূম ফাজিল মাদ্রাসা থেকে ৫৯ জনের মধ্যে পাস করেছে ৫০ জন, জিপিএ-৫ পেয়েছে ৮জন, পাশের হার ৮৪.৭৪%। নন্দিখোলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে ৫৩ জনের মধ্যে পাশ করেছে ৪৪ জন, পাশের হার ৮৩.০১%। নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসায় ৩০ জনের মধ্যে পাশ করেছে ২০ জন, পাশের হার ৬৬.৬৬%। কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৫৪ জনের মধ্যে পাশ করেছে ৫১জন, পাশের হার ৯৪.৪৪%। খর্গপুর ফাজিল মাদ্রাসায় ৩৪ জনের মধ্যে পাশ করেছে ২৮ জন, পাশের হার ৮২.৩৫%। ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৪২ জনের মধ্যে পাশ ৪০ জন কৃতকার্য, অকৃতঃ ০২,জিপিএ -৫, ০৬জন, পাশের হার ৯৫.২৩%,পূর্ব ধলাইতলী এ জে আই ডি মাদ্রাসা পরীক্ষার্থী ১৯, কৃতকার্য ১৮, অকৃতকার্য ০১,জিপিএ -৫,০১জন, পাশের হার ৯৪.৭৩%,কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা, পরীক্ষার্থী ৫৮ জন,কৃতকার্য ৪৬জন,অকৃতকার্য ১২জন, জিপিএ -৫, ০, পাশের হার ৭৯.৩১%, ঘোড়াধারী ইসলামীয়া দাখিল মাদ্রাসা, পরীক্ষার্থী ২৪ জন, কৃতকার্য ১২জন,অকৃতকার্য ১২জন, জিপিএ -৫ নাই, পাশের হার ৫০.০০%, বদরপুর ও এস দাখিল মাদ্রাসা, পরীক্ষার্থী ৪০জন, কৃতকার্য ৩৬ জন, অকৃতকার্য ০৪ জন, জিপিএ -৫ নাই, পাশের হার ৯০.০০%, দিঘলদী জাফরিয়া দাখিল মাদ্রাসা, পরীক্ষার্থী ১৩ জন, কৃতকার্য ০৯ জন,অকৃতকার্য ০৩ জন,জিপিএ -৫ নাই, পাশের হার ৭৫.০০% , রসুলপুর আননিছা দাখিল মাদ্রাসা, পরীক্ষার্থী ২১ জন,কৃতকার্য ১৯ জন, অকৃতকার্য ০২ জন,জিপিএ -৫ নাই, পাশের হার ৬৬.৬৬% ও নাগদা সূফি আহমেদ মহিলা মাদ্রাসা, পরীক্ষার্থী ০৩ জন,কৃতকার্য ০২জন,অকৃতকার্য ০১ জন জিপিএ -৫ নাই, পাশের হার ৮৫.৫০%।

প্রকাশিত :  রোব বার,  ১২  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন