মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে-পর্ব ১

গোলাম নবী খোকনঃ দেশের অন্যতম সেচ প্রকল্প মেঘনা ধনাগোদা বন্যা নিয়ন্ত্রণ বেড়ীবাঁধ। এটি ৬০ কিঃমিঃ জুড়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবস্থিত। এ বাঁধ টির চতূরদিক নদী বেষ্টিত। ১৯৭৯-৮০ সালে বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। শেষ হয় ১৯৮৭/৮৮ সালে। ১৯৮৭/৮৮ সালে বন্যায় দুবার বাঁধ ভেঙ্গে কৃষক ও জনসাধারণের ব্যাপক ক্ষতি সাধন হয়। বেড়ীবাঁধ সৃষ্টির প্রায় ৪৪ বছর হয়ে গেলোও পানি নিষ্কাশন খাল গুলি পুনঃ খনন হয়নি কোন জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক। খাল গুলো পুনঃ খনন না হওয়ায় প্রকল্পের নীচু এলাকায় জলাবদ্ধতায় সেচ মৌসুমও বর্ষা মৌসুমে কৃষকের রোপা ধান পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতিসাধন হয় এবং অনেক নীচু জমি গুলোতে ধান রোপন করতে পারছে না কৃষক।

দেরীতে হলেও গত ২০২৪ সালের প্রথম থেকে গজরা ইউনিয়ন, পশ্চিম ফতেপুর ইউনিয়নসহ বেশ ক’টি ইউনিয়নে পানি নিষ্কাশন খাল পুনঃখনন শুরুহয় ও বর্তমানে অনেক জায়গায় পানি নিষ্কাশন খাল পুনঃ খনন অব্যাহত আছে।

পানি উন্নয়ন বোর্ড ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত সরকারের আমলে পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন তার একক প্রচেষ্টায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উন্নয়ন কাজে সাড়ে তিনশত কোটি টাকা বরাদ্দ আনা হয়। ঐ বরাদ্দের টাকার কাজ বর্তমান চলমান।

চলমান কাজগুলির মধ্যে নদী ভাঙ্গন রোদ, পানি নিষ্কাশন খাল পুনঃ খনন, ফেরো সিমেন্ট, বেড়ীবাঁধ ও ক্যানেল সংস্কার সহ বাধেঁর বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলবে। পানি নিষ্কাশন খাল গুলি পুনঃ খনন হলে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বেড়ীবাঁধ আবারো নতুন যৌবন ফিরে পাবে।

৩০ নভেম্বর ২০২৪ শনিবার দুপুরে প্রকল্পের সিপাইকান্দি এলাকায় ঘুরে এমনই একটি চিত্র ফুটে উঠেছে, সরজমিন না দেখলেই কেউ বুঝতে পারবেনা। খালটি দেখেই আশ্চর্য হবেন, প্রকল্পের সিপাইকান্দি এলাকায় মরহুম রহিম বক্স বেপারী বাড়ি হইতে কবরস্থান হয়ে ডি ফোর ডেস ওয়ান খালের মাথা মরহুম লাল মিয়া প্রধানের বাড়ি প্রযন্ত। এ খালের প্রসস্থ ছিল ১৪ ফিট থেকে ১৫ ফিট, বিশ ফিট ও পঁচিশ ফিট চওড়া। বর্তমানে এর চিত্র দেখলে মনে হবে এটা আবার কোন দেশ।

এলাকার কৃষক ও সমাজ সেবক মোঃ মনির হোসেন বলেন, খালের দু,পাশের জমির মালিকরা তাদের নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য মাটি কেটে জমি বাড়ানোর জন্য খালের অবস্থা বারটা বাজিয়ে ফেলেছে, একেবারে খালটি সরু বানিয়ে ফেলেছে, খালের পাশ এখন ব্যাঙের লাফ ও নাই। এছাড়া ও প্রকল্পের ভিতরে অসংখ্য খাল রয়েছে। সরজমিন তদন্তপূর্বক পানি নিষ্কাশন খালগুলি জনস্বার্থে পুনঃখনন করে কৃষকের লাঘব দূর করনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন