শাহরাস্তিতে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে জমির মালিকের কারাদণ্ড

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধ ভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে জমির মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৬ অক্টোবর) দুপুরে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ দণ্ডাদেশ দিয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ রাশেদ মিয়াজী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ড্রেজার যন্ত্র ব্যবহার করে মাটি কাটার সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর ৭ (ক) এর অপরাধে একই আইনের ১৫(১) ধারায় ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ঘটনায় মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়েছে।

শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ০৬ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন