কচুয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

কচুয়া প্রতিনিধি :  ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়েজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি মোঃ সোলাইমান মিয়া।

উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক মানিক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) বাপ্পী দত্ত রনি, ওসি (তদন্ত) জিয়াউল হক।

এছাড়াও কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পারভীন আক্তার, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক মিয়াজী, সদস্য আবু সাঈদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তরা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ শুরু করা উচিত। এজন্য ধর্মীয় সঠিক চর্চা করতে হবে। নিজ থেকে পরিবর্তন শুরু করতে হবে। দুর্নীতি প্রতিরোধের জন্য সকলকে সোচ্চার হতে হবে। সামাজিকভাবে দুর্নীতিবাজদের ঘৃনা করা উচিত। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ।

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন