কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

কচুয়া প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ায় ব্রিক ফিল্ডে কাজ করতে গিয়ে সোহরাব হোসেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বাঁচাইয়া ব্রিক ফিল্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাব হোসেন বাঁচাইয়া গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে।

জানা গেছে, শ্রমিক সোহরাব হোসেন পার্শ্ববর্তী ব্রিক ফিল্ডের দিন মজুর ছিল। ব্রিকফিল্ডে রান্না ঘর মেরামত কালে অসাবধান বশত আকস্মিক বৈদ্যুতিক তারে জড়িয়ে পরে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

এসময় আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Loading

শেয়ার করুন