কচুয়ায় শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

ওমর ফারুক সাইম  :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কচুয়ায় পুস্পস্তবক অর্পণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট ২০২৩ খ্রি. (শনিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মাসুদুল হাছান,বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব-উল-আলম প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সামাজিক সংগঠনের যুবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

Loading

শেয়ার করুন