ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র‍্যালী

গোলাম নবী খোকন :  চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে ছেংগারচর থানা রোড থেকে র‍্যালীটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিনিয়র নেতৃবৃন্দ।

চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার সুযোগ্য পুত্র তানভীর হুদার নির্দেশনায় এ কর্মসূচি আয়োজন করে ছাত্রদল নেতৃবৃন্দ। শোভাযাত্রা ও আনন্দ র‍্যালী কার্যক্রম বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করেছেন উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, শোভাযাত্রা এবং আনন্দ র‍্যালীতে দশ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, জেলা বিএনপি নেতা আলাউদ্দিন খান, ছেংগারচর পৌর বিএনপির সহ সভাপতি বোরহান ফরাজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জমির ফকির, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা তাতী দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, সাংগঠনিক সম্পাদক এরফান কাজী, পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান লস্কর, বিএনপি নেতা ইব্রাহিম সরকার, যুবদল নেতা বাপ্পি সরকার, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন মান্নু, উপজেলা যুবদলের সাবেক সদস্য হাসানুল কিবরিয়া তপন, উপজেলা যুবদল নেতা হালিম সরকার রিংকু, মিজান প্রধান, জাকির হোসেন, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিন মেম্বার, যুবদল নেতা ইদ্রিস প্রধান, সুমন বেপারী, সাইফুল বেপারী, আনিছ বেপারী, আরিফ লস্কর, ছাত্র নেতা আরিফুল ইসলাম বাবু, নাদিম ভূঁইয়া, পৌর ছাত্রদল নেতা নুরে আলম নিজুম, পৌর ছাত্রদল নেতা রুবেল ঢালী, তানভীর হোসেন, রিয়াদ কাজী, রেজাউল, লিমন, আকাশ, খোরশেদ আলম, আশিক, মেহেদী, রনী, সায়মন, ইমন প্রমুখ।

সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। সেই ছাত্রদলের নেতারা এখনও ভালো ভালো পদ পজিশনে আছেন। সেইসময় ছাত্রদল নেতারা সৈরাচার বিরোধী আন্দোলন ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। তাই আমরাও আশা আজকে ছাত্রদল নেতারা আগামী দিনে দেশের হাল ধরবেন। আজকের এই শুভ দিনে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান বক্তারা।

০২ জানুয়ারি ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন