জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব ও কবিতা আবৃত্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন ফরিদগঞ্জের দুই শিশুর

ফরিদগঞ্জ প্রতিনিধি : শ্রেষ্ঠ কাব ও কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করলো চাঁদপুরের ফরিদগঞ্জের দুই শিশু। এদের মধ্যে শ্রেষ্ঠ কাব শিশু (বালিকা) হিসেবে ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মাইশা মালিহা এবং দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী কবিতা আবৃত্তিতে (বালিকা) জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে মিফতাহুল জান্নাত।

গত ১০জুন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২৪ ঢাকা পিটিআই’তে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী এই পদক তুলে দেন চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের হাতে।

ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মাইশা মালিহা একই প্রতিযোগিতায় জেলা পর্যায়ে গল্প বলা ইভেন্টে তৃতীয় এবং উপস্থিত বক্তৃতায় জেলায় প্রথম হয়ে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে। এছাড়া সে চিত্রাংকন, আবৃত্তি, গান, অভিনয়, উপস্থাপনা এবং নেতৃত্বেও পারদর্শী। ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী মো: মনির হোসেন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরিদা ইয়াসমিন এর কন্যা মাইশা মালিহা ভবিষ্যতে আরো বড় কিছু হওয়ার স্বপ্ন দেখছেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করা দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত মূল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মহসিন তালুকদার ও দেবীপুর সপ্রাবির প্রধান শিক্ষক দিলরুবা ম্যাডামের দ্বিতীয় সন্তান।

আগামীতে মাইশা মালিশা স্কাউটিং এর সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব বজায় রাখা এবং মিফতাহুল জান্নাত দেশের সেরা আবৃত্তি শিল্পী হওয়ার পাশাপাশি দুইজনই ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এব্যাপারে ফরিদগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম বলেন, এবছর জাতীয় প্রাথমিক শিক্ষা-২০২৪ এ চাঁদপুর জেলায় ৩জন শিশু শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এর মধ্যে ফরিদগঞ্জের দুইজন। আশাকরছি আগামীতে তাদের দেখে অন্যরাও উৎসাহিত হবে।

প্রকাশিত : বুধবার,  ১২  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন