পূর্ব বড়ালী যুব উন্নয়ন ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন
ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জের পূর্ব বড়ালী যুব উন্নয়ন ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টর ২০ডিসেম্বর বিকেলে শাহজাহান কবির উচ বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ফরিদগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এবং ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটওয়ারী সময় তিনি বলেন, মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এই সকল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আগামীতে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। যুব সমাজকে ভিন্নধারা থেকে ফেরানোর জন্য এ সকল টুর্নামেন্টের বিকল্প নেই। আমি বিশ্বাস করি যারা মাদকে ধাবিত হয়েছে এসকল টুর্নামেন্টের মাধ্যমে তারা আবার চেনা রূপে ফিরে আসবে।
সিদ্দিকুর রহমান রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার নুর আলম, ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম বেপারী, আয়োজক মোহাম্মদ সোহেল রানা,রিয়াদ হোসেন,প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন পূর্ব বড়ালী সুপারস্টার, এবং বড়ালী নাইট রাইডার্স।
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা