প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
রাজশাহীর বিএনপি নেতা কর্তৃক বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ মে (সোমবার) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। মিছিল শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোশারেফ হোসেন মুশু পাটোয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবলীগ আহবায়ক তোফায়েল আহমেদ ইরান প্রমুখ।

বিক্ষোভে উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

Loading

শেয়ার করুন