ফরিদগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মৃত্যু

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কৃষ্ণ দাস হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন।

মঙ্গলবার তিনি তার নিজ বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে ঢাকায় আজগর আলী হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪মে) দুপুরে মৃত্যু বরণ করেন।

তিনি ২০২২ সালে ৩১ অক্টোবর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে ফরিদগঞ্জে যোগদান করেন। এর তিনি ফরিদগঞ্জে সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ফরিদগঞ্জে চাকুরি করার পর দুই বছর পুর্বে মতলব উত্তরে বদলি হন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি ফরিদগঞ্জে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী শিক্ষিকা পতুল রানী দাস ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Loading

শেয়ার করুন