ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সপ্রাবিতে মা সমাবেশ

ফরিদগঞ্জ প্রতিনিধি :  ফরিদগঞ্জ পৌর এলাকায় শিশুদের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জুলাই বুধবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা ও স্কুল ড্রেস বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি মায়েদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সন্তানদের শিক্ষিত করতে মায়েদের ভূমিকা সম্পর্কে আরো সচেতন হবেন তারা। ফলে আমরা শিক্ষিত জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করতে সক্ষম হবো। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় সূধীজনরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪


স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার

Loading

শেয়ার করুন