বড় মরাদোন উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল

সফিকুল ইসলাম রানা : চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বড় মরাদোন উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ৮ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়ছে। ২১ জানুয়ারি মঙ্গলবার বাদ আসর হইতে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত, মরাদোন উত্তরপাড়া জামে মসজদি সংলগ্ন মাঠে।

মো. সৈয়দ আহম্মেদ শিকদারের পৃষ্ঠপোষকতায় ওয়াজ মাহফিলে প্রধান বক্তা বয়ান করেন-হযরত মাওঃ মুফতি এস এম ইয়াসিন আহম্মেদ আল-উয়েসী, বিশেষ বক্তা,হযরত মাওঃহাফেজ মুফতি আবু হানিফ চাঁদপুর। হাফেজ মাওঃ মাওলানা হুমায়ুন কবির সিদ্দিকী, হজরত মাওঃ মোঃশরীফুল ইসলাম সালেহী।

আলহাজ্ব মো. হানিফ মিয়া সভাপতিত্ব ও হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি ছিলেন – ইকবাল হোসেন ইলিয়াস মিয়াজী, বিষেশ অতিথি ছিলেন- সার্জেন্ট (অব.) ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো. আমান উল্লাহ সরকার, প্রমুখ।

এছাড়াও বিভিন্ন এলাকার মুসল্লিয়ান গন উপস্থিত ছিলেন, আখেরি মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন