বিএনপি সরকার ক্ষমতায় আসলে প্রথমে ঈশানবালাকে রক্ষায় বাঁধের ব্যবস্থা করা হবে : শেখ ফরিদ আহামেদ মানিক

হাইমচর ব্যুরোঃ চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহামেদ মানিক বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসলে প্রথমে ঈশানবালাকে রক্ষা করতে বাঁধের ব্যবস্থা করা হবে। তাই বিএনপিকে সরকার গঠনে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতিকের প্রচারণা করতে হবে। আপনাদের প্রচারণার মাধ্যমে আমাদের নেএী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের মনের আশা পূরণ হবে। মনে রাখবেন আমাদের সকলের নেতা একজনই তিনি হলেন তারেক রহমান।

রবিবার হাইমচর নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান বাজার মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলি বলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা মামলার আসামি, যাদের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে ওই সমস্ত ফ্যাসিবাদীদের সরকারের যারা সহযোগিতা করে তারাও ফ্যাসিবাদের দোসর। বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন তারই ধারাবাহিকতা। আমরা ছাত্র জনতা কে ছোট করছি না, বিএনপি ও ছাত্রজনতার সমন্বয়ে আন্দোলনে ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পেরেছি। বিগত ১৫ বছর আমরা ফ্যাসিবাদের কাছে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন চেয়েছি। তারা মইনুদ্দিন ফখরুদ্দিনের সাথে আঁতাত করে ক্ষমতায় এসেছে। তারপর তারা শুরু করেছে বিনা ভোটের নির্বাচন, আগের রাতে নির্বাচন, এক সপ্তাহ আগের নির্বাচন, সেই ফ্যাসিবাদরা এখন কোথায়। ফ্যাসিবাদের দোসর যারা রয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
প্রধান অতিথি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সামনের রাস্তা সহজ নয়, ধানের শীষ কে শক্তিশালী করার জন্য আজকের থেকে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি শক্তিশালী কমিটি তৈরি করে সেই কমিটিকে সমর্থন দিয়ে প্রত্যেকে বাড়িতে বাড়িতে গিয়ে তারেক রহমান এবং খালেদা জিয়ার বার্তা পৌঁছে দিবেন। আআজ যাদের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা দেওয়া হয়েছে তারা আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন। তবে মনে রাখতে হবে আপনাদের হাতে কোন ত্যাগি কর্মি বা নেতা যেনো কমিটির অঙ্গ থেকে বাদ না, পরে।
সম্মেলনে নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দীন মোল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মনির হোসেন সিকদার সঞ্চালনায়, অনুষ্ঠানে উদ্বোধক এর বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আমিন উল্যাহ বেপারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম শফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আঃ কাদির বেপারি, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবদুল খালেক খান,হাসি ইসহাক খোকন, মোঃ মিজানুর রহমান শেখ, খোরশেদ আলম কোতওয়াল,মোঃ বিল্লাল হোসেন আখন,আজিজুল হক বাবুল,সরদার আবু তাহের।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য আবুল কালাম আজাদ, মোঃ জহিরুল ইসলাম মাঝি, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ আখন, নীলকমল ইউনিয়ন যুবদলের সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক ফিরোজ মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাঝি, ছাত্রদের সভাপতি সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাকির মোল্লা, সাধারণ সম্পাদক সোলেমান সিকদার সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সম্মেলনে বিভন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হয়। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন সুচনা করা হয়।
নীলকমল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে নবনির্বাচিত সভাপতি মোঃ নাসির উদ্দীন মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন সিকদারকে পুনরায় মনোনীত করে ঘোষনা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড সলিম উল্লাহ সেলিম।
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রোববার
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
এম আর আর

