বিশ্বব্যাংকের অর্থায়নে টুইন পিট ল্যাট্রিন নির্মাণ সামগ্রী তদারকিতে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও বিশ্বব্যাংকের প্রতিনিধি

ফরিদগঞ্জ প্রতিনিধি : ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি’ শীর্ষক এ প্রকল্পের আওতায় ফরিদগঞ্জে টুইন পিট ল্যাট্রিন নির্মাণে অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্তে নেমেছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা।

দৈনিক চাঁদপুরকণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় ‘বিশ্বব্যাংকের অর্থায়নে টুইন পিট ল্যাট্রিন নির্মাণে অনিয়ম’ শীর্ষক সংবাদ প্রকাশের পর নির্মানকাজের ঠিকাদার আংশিক ত্রুটিপূর্ণ মালামাল অপসারণ করে নতুন এবং মানসম্মত মালামাল দিয়ে কাজ শুরু করে। প্রকল্প অফিসের নিদের্শনা মোতাবেক তদন্তে মাঠে নামে কর্তৃপক্ষ।
বিশ্বব্যাংকের চাঁদপুর জেলা কো-অর্ডিনেটর আবু হুরায়রার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি উপজেলার গোবিন্দপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্পট ঘুরে দেখেন। এসময় তারা ল্যাট্রিনের রিং, স্লাবসহ অন্যান্য সামগ্রি নির্মাণে ইটের কংক্রিট, বালি ও সিমেন্ট যাচাই বাছাই করেন। তদন্ত কমিটির অন্য দুইজন হলেন, জনস্বাস্থ্য চাঁদপুর অফিসের প্রধান তথ্য প্রদানকারী কর্মকর্তা ও উপসহকারি প্রকৌশলী (প্রাক্কলনিক) মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং ফরিদগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য উপসহকারি প্রকৌশলী ফরিদ হোসেন।
এব্যাপারে বিশ্বব্যাংকের চাঁদপুর জেলা কো-অর্ডিনেটর আবু হুরায়রা সাংবাদিকদের জানান, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে প্রকল্প অফিস ও জেলা জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলীর নিদের্শনা মোতাবেক আমরা সাইটগুলো দেখতে এসেছি। ল্যাট্রিনের রিং, স্লাবসহ অন্যান্য সামগ্রি নির্মাণে ইটের কংক্রিট, বালি ও সিমেন্ট যাচাই বাছাই করছি। গুণগত মান ভাল না হলে ওই সাইটের কাজ বন্ধ করে দিচ্ছি। বর্তমানে মানসম্মত মালামাল দিয়ে নির্মাণ কাজ চলমান রয়েছে।
সোম বার, ১৬ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
![]()
















