বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টু্র্নামেন্ট খেলা উদ্বোধন করেন চিত্রনায়ক ওমর সানি

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ‘নিশ্চিন্তপুর বন্ধু মহল ক্লাব’ কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠান ২৯ ডিসেম্বর দুপুরে নিশ্চন্তপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন উত্তর নিশ্চিন্তপুর কল্যাণমূলক সংগঠন বনাম দুর্গাপুর ফ্রেন্ডস ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক মন্ত্রী পূত্র জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা শুভ।

তিনি বলেন, মেধা বিকাশে যেমন লেখা পড়ার বিকল্প নাই, মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই। তিনি আরও বলেন, খেলাধুলায় মানুষের শরীরচর্চা ও শারীরিক গঠনে কাজ করে, শুধু তাই নয়, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিশেষ আকর্ষণ হিসাবে বক্তব্য রাখেন যিনি অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে অনুষ্ঠানকে আলোকিত করেছেন তিনি হলেন চলচ্চিত্র জগতের একজন সুপরিচিত ও দর্শকের মনযোগানো নায়ক ওমর সানি।

তিনি বলেন, সিনেমা, বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান তার খুবই প্রিয়। তিনি খেলাধুলাকে যেমন মনপ্রাণ দিয়ে ভালোবাসেন, তেমনি দর্শকস্রোতাদেরকে খুবই ভালোবাসেন।

অনুষ্ঠানে পিজি হাসপাতাল বিশ্ববিদ্যালয়ের ডীন, মেডিসিন অনুষদ ডাঃ শামীম আহম্মেদ-এর সভাপতিত্ত্বে উপস্থাপনা করেন বিশিষ্ট সমাজ সেবক মাহমুদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দুবাই প্রবাসী মোঃ আহসান উল্ল্যাহ।

টুর্নামেন্টের পরিচালনায় ছিলেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মুন্সি মোঃ জাহাঙ্গীর আলম ও নিশ্চন্তপুর বন্ধু মহল ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল হাসান রোকন।

এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন সরকার, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ ও বন্ধু মহল ক্লাব এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন