মতলবের মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ও বেহুন্দি জাল ধ্বংস
সফিকুল ইসলাম রানা :
চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ২টি চাই ও ৫টি রাক্ষসী বেহুন্দি জাল ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের নেতৃত্বে মেঘনা ও ধনাগোদা নদীতে অভিযান পরিচালনা করে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ২টি চাই ও ৫টি রাক্ষসী বেহুন্দি জাল জব্দ করা হয়। পরবর্তীতে ষাটনল বাবুর বাজার এলাকায় নদীর তীরে এ অবৈধ চাই ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মতলব উত্তর উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, কোনোক্রমেই অবৈধ ফাঁদ ও জালসহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জাল ব্যবহার করতে দেওয়া হবে না। এসব জাল ব্যবহার করে মাছের ডিম পর্যন্ত তুলে ফেলা হচ্ছে এবং দেশের স্বার্থে, দেশের সম্পদ রক্ষার স্বার্থে মৎস্য সম্পদ উন্নয়নের স্বার্থে অবৈধ জালের বিস্তার অবশ্যই রোধ করতে হবে। অভিযানের পর জব্দকৃত চাই ও জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
অভিযানে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাসের নেতৃত্বে বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স উপস্থিত ছিলেন।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা