মতলব উত্তরে ওএমএস-এর ডিলারশিপের ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) ডিলারশিপের লভ্যাংশের ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯ ঘটিকায় সময় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দাসের বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাফোয়া এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মো. সবুজ খান বাদী হয়ে নাজমুল প্রধান, সাইদুর রহমান সহ ১৪জন ও অজ্ঞাতনামা আরো ১২/১৩ জন কে বিবাদী করে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা যায়, গত ৪ মার্চ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ওএমএস এর ডিলার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিটি ইউনিয়নে ওপেন লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। সেখানে দূর্গাপুর ইউনিয়নে দাসের বাজারের ওএমএস এর ডিলার লটারির মাধ্যমে সাফোয়া এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মো. সবুজ খান পায়। গতকাল শনিবার রাত ৮টার সময় সবুজ খান দাসের বাজারে তার গুদামঘর পরিস্কার করতে গেলে নাজমুল প্রধান, সাইদুর রহমান ঐ ঘরে প্রবেশ করে।

তারা সবুজ খানকে বলেন ওএমএস এর ডিলারের লভ্যাংশের অর্ধেক টাকা তাদের দিতে। সবুজ খান তাদের প্রস্তাবে রাজি না হলে নাজমুল প্রধান, সাইদুর রহমান সহ ১৫/২০ জন জন সবুজ খানের উপর হামলা চালায়। এক পর্যায়ে সবুজ খান গুদামঘরের দরজা বন্ধ করে ভিতরে অবস্থান নেয়। পরে তার ভাই ইসা খান কে জানালে তার ভাই বিষয়টি মতলব উত্তর থানা পুলিশ জানান এবং তার ভাই সবুজ খানকে উদ্ধার করতে আসেন। ইসা খান দাসের বাজারে অবস্থান করলে তার উপর হামলার পরিকল্পনা করে তারা। পরবর্তীতে ইসা খানও পাল্টা ধাওয়া করলে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়ে পার্শের মসজিদে বাউন্ডারি গ্রিল ভাঙচুর হয়।

মুন্সিরকান্দি জামে মসজিদের মুসল্লী আক্তারুজ্জামান, মো. হাবিবউল্লাহ, মো. মোস্তফা জানান, তার দুই গ্রুপ মারামারি করে আমাদের মসজিদের গ্রীল ভাংচুর করেছে। এ ঘটনায় আমরা প্রশাসনের কাছে তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আর সেই সাথে আমাদের মসজিদ ভাঙ্গা যাতে ক্ষতিপূরণ দিয়ে দেয়।

অভিযোগকারী সবুজ খান, এ ঘটনা আমি মতলব উত্তর থানায় সুষ্ঠু বিচারের দাবিতে অভিযোগ দায়ের করছি। আশা করছি আমি সুষ্ঠ বিচার পাবো।

এ ঘটনায় বিবাদী পক্ষের লোকজনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাদেরকে পাওয়া যায়নি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, এ বিষয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশ : সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন