মতলব উত্তরে কম্বল নিয়ে শীতার্তদের বাড়িতে ইউএনও

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তরে শীতের উষ্ণতার পরশ নিয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেলে ছেংগারচর পৌর এলাকার দুলালকান্দি সহ বিভিন্ন স্থানে ঘুরে অসহায় শীতার্তদের মাঝে তিনি কম্বল বিতরণ করেন। আনসার সদস্যদের সাথে নিয়ে বাসা থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ছিন্নমূল ও অসহায়, অসুস্থ মানুষদের খুঁজে খুঁজে তাদের শরীরে কম্বল জড়িয়ে দেন। এসময় ইউএনও’র হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে।
প্রচণ্ড শীতের মধ্যে এবছর প্রথমবারের মতো কম্বল পেয়ে খুশী দুলালকান্দি গ্রামের অসহায় মানুষরা। কম্বল হাতে নিয়ে তাসলিমা বেগম (৬৭) বলেন, আমরা গরীব মানুষ, শীতে কম্বল কিনার সামর্থ্য নাই। ইউএনও স্যারের কম্বল পাইয়া আমরা অনেক খুশী হইছি।

মো. জুলহাস সরকার (৭০) বলেন, এইবার আমগো কমিশনার নাই সেইজন্য মনে করছিলাম এইবার কোনো কম্বল পাইতাম না। কিন্তু আল্লাহর রহমতে ইউএনও স্যার আমগো জন্য কম্বল পাঠাইছে আমরা স্যারের জন্য দোয়া করমু স্যার যেন ভালো থাকে।

অসহায় মানুষদের কষ্ট লাঘবে উদ্যোগ গ্রহণ করায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা বলেন, শীতে ছিন্নমূল ও অসহায় মানুষকে কম্বল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজ থেকে এমন উদ্যোগ শুরু করেছি এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

০২ জানুয়ারি ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন