মতলব উত্তরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
![](https://chandpurreport.com/wp-content/uploads/2024/02/2.gif)
গোলাম নবী খোকনঃ চাঁদপুর জেলার মতলব উত্তরে ছেলের দাবী পুরন না করায় ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছেন। এমনটিই ঘটছে উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর লুধুয়া আমতলায় প্রধান বাড়িতে।
![](https://chandpurreport.com/wp-content/uploads/2024/01/diabeties.jpg)
সরজমিনে জানা যায়, উত্তর লুধুয়া গ্রামের জনৈক ছোবান প্রধান (৫৫), তার তিন ছেলে, তিন ছেলের মধ্যে জামাল ও রোমান (২৮) এ দুই ছেলে দীর্ঘ দিন যাবৎ জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে বাবার সাথে বিরোধ চলছিলো বাবা ছেলেকে জমি লিখে দিতে হবে।
পাশাপাশি আরেকটি ঘটনার বিবরনে জানা যায়, খুনি রোমানের মা দীর্ঘ ২/৩ বছর পূর্বে মারা গিয়েছে,সে কারনে পারিবারিক ভাবে ছেলের বাবার বিয়ের প্রস্তাব চলছিলো, খুনি রোমান তিন মাস পূর্বে বিদেশ থেকে বাড়িতে এসে বাবার সাথে তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়ে তার নামে জমি লিখে দিতে হবে, জমি লিখে না দিলে বাবাকে বিয়ে করতে দিবেনা ছেলে।
এ কারনে ১৫ অক্টোবর দুপুর একটায় তার নীজ বাড়িতে ছেলে রোমান ছুরি দিয়ে বাবার পেটে ছুরিকাঘাত করে। স্থানীয়রা রোমানের বাবা ছোবান প্রধান কে মতলব সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সরজমিন পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান, এস মিজান ওয়ান, মিজান টু সহ সঙ্গীয় ফোর্স।
এ দিকে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে রোমানের স্ত্রী মীমকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?
![](https://chandpurreport.com/wp-content/uploads/2024/01/hakim-mizanur-rahman.jpg)
![](https://chandpurreport.com/wp-content/uploads/2024/02/3.gif)