মতলব উত্তরে হাট মাতাচ্ছে ২০ মণের ‘রাজা বাবু’ : দাম হাঁকানো হয়েছে সাড়ে ৫ লক্ষ টাকা, বিক্রি না হলে যাবে ঢাকায়

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামিয়া বাজার (নতুন বাজার) এলাকার মঙ্গলবারের হাটে সাড়া ফেলে দিয়েছে ‘রাজা বাবু’ নামের একটি বিশালাকৃতির গরু। ওজন প্রায় সাড়ে ১৯ মণ! হোস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুটি দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।
রাজা বাবুর গায়ের রঙ সাদা-কালো। বিশাল দেহ, চকচকে ত্বক ও সুঠাম গড়নের কারণে হাটে সবার নজর কাড়ছে সে।

গরুটির মালিক জুয়েল চৌধুরী, বাড়ি রামদাশপুর গ্রামে। তিনি জানান, রাজা বাবু তাদের নিজ বাড়িতে জন্ম নেওয়া গরুর বাছুর। গত চার বছর ধরে প্রাকৃতিক খাবার খাইয়ে সন্তানের মতো করে লালন-পালন করেছেন তারা।
গরুটিকে কোনো প্রকার কৃত্রিম খাবার দেওয়া হয়নি। ঘরের মতো করে মানুষ করেছি, বলছিলেন জুয়েল। তিনি রাজা বাবুর দাম হাঁকিয়েছেন ৫ লাখ ৫০ হাজার টাকা। তবে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪ লাখ টাকার প্রস্তাব পেয়েছেন।
জুয়েল চৌধুরী আরও বলেন, যদি এখানকার হাটে আশা অনুযায়ী দাম না পাই, তাহলে গরুটি ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করব। সেখানে ভালো দাম পাওয়ার সম্ভাবনা আছে।
গরুটি দেখতে ভিড় করেছেন শত শত মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ কেউ শুধু একবার ছুঁয়ে দেখার জন্যও ভিড় করছেন।
দর্শনার্থী রাসেল হোসেন বলেন, এত বড় ও সুন্দর গরু আমি এই হাটে কখনও দেখিনি। রাজা বাবু সত্যিই হাটের রাজা।
আরেক দর্শনার্থী শামীম মিয়া জানান, গরুটার যত্ন-আত্তি দেখেই বোঝা যায়, কতটা ভালোবাসা দিয়ে লালন করা হয়েছে। এমন গরু কিনতে পারলে ঈদটা স্মরণীয় হয়ে থাকত।
স্থানীয় হাট ব্যবসায়ীরাও বলছেন, এ ধরনের গরু হাটে খুব একটা দেখা যায় না। রাজা বাবু যেন পুরো হাটের তারকাই হয়ে উঠেছে।
মঙ্গল বার, ০৩ জুন ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

