মতলব দক্ষিণে বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

গোলাম নবী খোকন :  চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলবে কাঠ বাজার, সিঙ্গাপুর প্লাজা ও ভূমি অফিস সংলগ্ন সড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চলমান গনতান্ত্রিক আন্দোলন এবং ছাত্র জনতার বৈষম্যবিরোধী গন অভ্যুথানে শহীদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীন বাংলাদেশ প্রাপ্তিতে ১১ আগষ্ট সকালে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয় তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ ড. জালালউদ্দিন।

মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ সোয়েব সরকারের উপস্থাপনায় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌর সভার সাবেক মেয়র এনামুল বাদলের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও খাদেঁর গাওঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির নেতা ও বিশিষ্ট ঠিকাদার মোজাম্মেল হক, পৌর যুবদলের সভাপতি মজিবুর রহমান সরকার প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন মতলব পৌর যুবদলের সাধারণ সম্পাদক কামালউদ্দিন, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ বাবুল ফরাজী, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, সাবেক এজিএস মোঃ জহির, মতলব দক্ষিণ যুবদলের যুগ্ম সম্পাদক মিরান হোসেন মিয়াজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মহসিন সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল আহমেদ পাটোয়ারী, মতলব উত্তর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক গোলাম রাব্বানী জিসান সহ অসংখ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্র দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের এক বিশাল বিশাল শোভা যাত্রা মতলব কাঠ বাজার, সিঙ্গাপুর প্লাজা ও ভূমি অফিস সংলগ্ন সড়ক থেকে শুরু করে মতলব কলেজ রোড, মেক্সিষ্টান সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

রোববার, ১১ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

Loading

শেয়ার করুন