মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বাধা দেওয়ায় হামলা : এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলা ও দোকান ভাংচুর করা হয়েছে। এতে একজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ষাটনল ইউনিয়নের চর চারানি গ্রামে। বিকেলে স্থানীয় আহত হলে চর চারানি গ্রামের রুহুল আমিন সরদারের ছেলে হাসান সরদার।

বিষয়ে আহত হাসান সরদারের নানা সমির আলী বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে বিকেলে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, মতলব উত্তরের মেঘনা নদীর ষাটনল,লালপুর ও কালীপুর এলাকায় দীর্ঘদিন যাবত একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। ষাটনল,লালপুর ও কালীপুর গ্রামের লোকজন মিলে বালু উত্তোলনে বাধা দিলে বালু উত্তোলনকারীরা তাদের গালাগালি ও প্রাননাশের হুমকি দেয়।

৫ জানুয়ারী রবিবার সকালে উপজেলার ষাটনল ইউনিয়নের কনু মার্কেটে বড় ষাটনল গ্রামের শফিক তাতীর ছেলে ফরদৌস আলম সোহেল তাতী,হাবি তাতীর ছেলে রনি তাতী, জাহাঙ্গীর আলম প্রধানের ছেলে নাদিম,কালাই তাতীর ছেলে রবু তাতী,লাল মিয়া তাতীর ছেলে শরীফ তাতী, রফিক তাতীর ছেলে রানা তাতী, রহমত উল্লাহর ছেলে রাতুল, জামাল হোসেনের ছেলে সাব্বির,আবুল খালেকের ছেলে হৃদয় ,ফারুক তাতীর ছেলে সিয়ামসহ আরো ১০/১২ জন অজ্ঞাতনামা লোকজন নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হাসান সরদারের উপর হামলা করে। হামলায় হাসানের শরীরের বিভিন্ন অংশ জখম হয় এবং তার দোকানে থাকা ২ লক্ষ ৮ হাজার টাকা নিয়ে যায় ও বিভিন্ন মালামাল ভাংচুরসহ ৩ লক্ষ টাকার ক্ষতি করে।

এবিষয়ে অভিযুক্ত ফেরদৌস আলম সোহেল বলেন, বালু নিয়ে নয়, পারিবারিক বিষয় নিয়ে মারামারি হয়েছে। আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ করেছে। গতকাল আমার লোকজনদের উপর তারা হামলা করেছে। এ বিষয়ে একটি অভিযোগও হয়েছে।
পরে বিকেলে এলাকাবাসীরা হামলাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।

এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ০৫ জানুয়ারি ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন