মেয়াদ উত্তীর্ণ কমিটি বাদ দিয়ে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবীতে মতলব উত্তরে বিএনপি‘র গণমিছিল
সফিকুল ইসলাম রানা : বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে এবং মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি ভেঙ্গে দিয়ে তৃণমূলের প্রত্যক্ষ অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে গণ মিছিল করা হয়েছে।
মিছিলটি ইউনিয়নের কাপ্তান বাজার থেকে শুরু করে বেরিবাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ও সমাজ সেবক মো. আহসানউল্লাহ প্রধান।
ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিনু দেওয়ান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লালু, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার ছগির।
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বক্তারা বলেন, বিগত দিনে রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রাম তরান্বিত করেছে, যারা জেল খেটেছে, যারা যুদ্ধ করেছে তাদের মতো যোগ্যদেরকে বিবেচনায় এনে সে সমস্ত পরীক্ষিত সৈনিকদের নিয়ে মতলব উত্তর উপজেলা বিএনপির একটি কমিটি উপহার দিন। তারা এ ব্যাপারে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
তারা আরো বলেন, যদি যোগ্য লোকদের নিয়ে কমিটি উপহার দেন তাহলে আমরা রাজপথ থেকে আশ্বস্ত করতে চাই আগামী সংসদ নির্বাচনে চাঁদপুর-২ থেকে আমরা দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে উপহার দেবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য জীবী দলের সহ সভাপতি শহিদুল ইসলাম মোল্লা, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহম্মেদ হোসেন মিন্টু, উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্না, যুবদল নেতা মো. আক্তার হোসেন, ইকবাল বাহার, হাসানুল কিবরিয়া তপন, সালেহ আহম্মেদ প্রমুখ।
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন