শাহরাস্তিতে নাশকতা প্রতিরোধে পুলিশের মহড়া
মোঃ কামরুজ্জামান সেন্টু :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চাঁদপুরের শাহরাস্তিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে মহড়া দেয়া হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে এ মহড়া দেয়া হয় ।
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, তফসিল ঘোষণাকে ঘিরে সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করা ও থানা এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে থানার অফিসার ও ফোর্সের সমন্বিত মহড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করেছে। এতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ খায়রুল আলম, উপ-পরিদর্শক মোঃ রোকন উদ্দিন, মহসিন আলম ভূঁইয়া, ইমাম হাসান, নুরুল আনোয়ার সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। নাশকতা সহ যেকোনো অপরাধ নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।