সড়ক দুর্ঘটনায় আহত আশরাফুল ইসলাম বাবুকে দেখতে হাসপাতালে তানভীর হুদা

সফিকুল ইসলাম রানা : কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম বাবু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে ছুটে যান চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রীর পুত্র তানভীর হুদা।

বুধবার (২ জুলাই) দুপুরে তিনি ঢাকা ট্রমা সেন্ট্রাল হাসপাতালে গিয়ে বাবুর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মহান সৃষ্টিকর্তার কাছে আশরাফুল ইসলাম বাবুর দ্রুত আরোগ্য কামনা করেন।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত নেতা আশরাফুল ইসলাম বাবু চাঁদপুরের মতলব থেকে ঢাকা যাওয়ার পথে উপজেলার হরিনা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
তানভীর হুদা বলেন, বাবু একজন নিষ্ঠাবান ও পরীক্ষিত ছাত্রদল নেতা। সংগঠনের জন্য তার অবদান স্মরণীয়। তার এমন দুর্ঘটনায় আমরা ব্যথিত। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন—এই কামনাই করি।
দলের এই পরীক্ষিত নেতার দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে উদ্বেগ ও প্রার্থনা চলছে।
এ সময় মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন মজুমদার, জেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, ইসলামাবাদ ইউপি সদস্য আল আমিন’সহ নেতৃবৃন্দ।
বৃহস্পতি বার, ০৩ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন

