সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে উঠতি বয়সের ছেলেদের ফিরিয়ে আনতে হবে : .অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী

হাইমচর ব্যুরোঃ হাইমচর থানা প্রশাসনের আয়োজন ওপেন হাউজ ডে প্রোগ্রাম হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী। তিনি বলেন, থানা আপনাদের, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব আমাদের। পট পরিবর্তনের পূর্বে যে পুলিশ ছিল আজও সেই পুলিশ-ই আছে। আমরা আজ এখানে কাল অন্যখানে। তাই, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ব্যক্তি স্বার্থ হাসিলে নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করবেন না।

তিনি বলেন- মাদক, বাল্য বিয়ে, মোবাইলে বিভিন্ন অপকর্ম রোধে পিতামাতা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। সেক্ষেত্রে পুলিশ আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। যারা মাদক সেবন করে, সরবরাহ করে বা বিক্রি করে এরা দূরের কেউ নয়। এরা এখানকার সন্তান। পরিবার-ই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষাক্ষেত্র, যেখানে একজন ছেলে কিংবা মেয়ে নৈতিক শিক্ষাসহ সকল ধরনের শিক্ষা পেয়ে থাকে। কিশোর গ্যাং, মাদক, বাল্য বিয়ে সহ সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে উঠতি বয়সের ছেলেদের ফিরিয়ে আনতে বাবা-মা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। তাইলেই এ ধরনের অপরাধ গুলো সমাজ থেকে নির্মূল করা সম্ভব হবে।

 ৩০ নভেম্বর ২০২৪ শনিবার সকালে হাইমচর থানা মাঠে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সুমন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর হারুনর রশীদ, বাংলাদেশ জামায়াত ইসলামী হাইমচর শাখার আমীর মাওলানা আবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর শাখার সভাপতি ডা. মাওলানা সফিউল্লাহ, হাইমচর সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ মনোয়ার মোল্লা, হাইমচর প্রেসক্লাবের আহ্বায়ক ফারুকুল ইসলাম, সদস্য সচিব সাহেদ হোসেন দিপু প্রমূখ।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন শাহী জামে মসজিদের খতীব মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহ। এরপর সকল রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের তৃণমূল সদস্যদের মতামত গ্রহণ করা হয়। বিভিন্ন মসজিদ ও মন্দিরের প্রতিনিধিগন তাদের মতামত প্রকাশ করেন।

শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন