স্মার্ট কার্ড হচ্ছে বাংলাদেশের নাগরিকত্বের বৈধতা : ইউএনও উম্মে সালমা নাজনীন তৃষা

সাহেদ হোসেন দিপু, হাইমচর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচরে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।

এসময় তিনি বলেন, স্মার্ট কার্ড হচ্ছে বাংলাদেশের নাগরিকত্বের বৈধতা। আপনাদের জীবনের সবধরনের কাজে এই স্মার্ট কার্ডটি লাগবে। ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন আপাদত তাদেরকেই এ স্মার্ট কার্ড দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকলকে এ কার্ড দেয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার বলেন, উপজেলায় ৭৫ হাজার ভোটারের মাঝে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ করা হবে। আজ ৩নং আলগী দক্ষিন ইউনিয়ন পরিষদের ১ ও ২ নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। আগামী ১১ সেপ্টেম্বর বুধবার ৩ নং ওয়ার্ডের কার্ড নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ে বিতরণ করা হবে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৪ ও ৫ নং ওয়ার্ড গন্ডামারা, ১৩ সেপ্টেম্বর শুক্রবার ৬ ও ৭ নং ওয়ার্ড চরপোড়ামুখি, ১৪ সেপ্টেম্বর শনিবার ৯ নং ওয়ার্ড চরভাঙ্গা ও ১৫ সেপ্টেম্বর রবিবার ৮ নং ওয়ার্ড চরভাঙ্গা গ্রামের ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

এছাড়াও বক্তব্য রাখেন, ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

Loading

শেয়ার করুন