হাইমচরে বন্যা দুর্গতদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ

সাহেদ হোসেন দিপু :  হাইমচরে বন্যাদূর্গত ১৩৫০ পরিবারের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর অনুরোধে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর আর্থিক সহযোগিতায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নানের সৌজন্যে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার কালাচৌকিদার মোড়ে এই ত্রান সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়। ত্রাণ বিতরণ উদ্বোধন করেন, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মনির হোসাইন খাঁন।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সাম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটোয়ারী বলেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের অনুরোধে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর অর্থায়নে হাইমচরের পানি বন্দি হয়ে ক্ষতিগ্রস্ত ১৩৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আজ আমরা উপজেলার কালাচকিদার মোড় অসহায় পরিবারের তালিকা করে টোকেনের মাধ্যমে ত্রাণ বিতরনের কার্যক্রম উদ্বোধন করেছি। পর্যায়ক্রমে এ ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে খাদ্য সহায়তার এ ত্রান পৌঁছে দিব।

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ ম্যানেজার মনির হোসাইন খাঁন বলেন, আমাদের ব্যাংকের চাঁদপুর ব্রাঞ্চের পক্ষ থেকে হাইমচর উপজেলায় বন্যা দূর্গত ক্ষতিগ্রস্থদের মাঝে আমাদের ভাইস চেয়ারম্যান এমএ হান্নান স্যার এ ত্রানের ব্যবস্থা করেছেন। আমরা ব্যাংকের সেবার পাশাপাশি দেশের অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। আমাদের এ সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবো।

উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ অফিসার সাউদ পাটওয়ারী, অফিস সহকারী মোঃ কাউসার হোসাইন, রাকিব উদ্দীন। উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ, যুগ্ন সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতী, আবু তাহের সরদার, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতয়াল, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুলসহ বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

Loading

শেয়ার করুন