হাজীগঞ্জের বাকিলায় সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ঢাকায় একজনের মৃত্যু

নিউজ ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আরও একজন।

রবিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা গোগরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. সুজন হাজী (৩৬)। তিনি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব লোধেরগাঁও জৈন উদ্দিন হাজী বাড়ির মো. খোরশেদ আলম হাজীর ছোট ছেলে। সুজন হাজী চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন। পেশাগতভাবে তিনি মহামায়া বাজারে সুপারির ব্যবসা করতেন। তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ মহামায়া বাজারের ব্যবসায়ী বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকেলের দিকে মহামায়া বাজার থেকে মোটরসাইকেল যোগে ব্যবসায়ীক কাজে বাকিলার উদ্দেশে রওনা দেন সুজন হাজী। পথে গোগরা এলাকার কেকে ফুড স্পটের সামনে পৌঁছালে তার মোটরসাইকেলের সাথে বিপরীত দিকে দ্রুত গতিতে আসা লক্ষ্মীপুর-ল ১১-৫১৩৩ নম্বরের অন্য আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি ধাক্কা লাগে।

এ সময় উভয় মোটরসাইকেলের তিন আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই সুজন হাজীর মৃত্যু হয়। গুরুত্বর আহত অন্য মোটরসাইকেলের দুই আরোহীকে স্থানীয় লোকজন উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় থাকা আরমান হোসেন নামে আহত আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

তিনি ফরিদগঞ্জের বাসারা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। এছাড় আহত ইউসুফ বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন