হাজীগঞ্জে বোরো ধান ১৪৪০ টাকা হারে ৬৬৯ মেট্রিক টন ক্রয় করবে উপজেলা খাদ্য গুদাম: সংগ্রহ চলমান

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জে বোরো ধান ১৪৪০ টাকা হারে ৬৬৯ মেট্রিক টন ক্রয় করবে উপজেলা খাদ্য গুদাম। বোরো ধান সংগ্রহ কাজ চলমান রয়েছে। হাজীগঞ্জে শুরু হয়েছে সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম। এবছর বোরো ধান সংগ্রহ মৌসুমের ৩৬ টাকা কেজি ধরে প্রতি মন ১৪৪০ টাকা হারে ৬৬৯ মেট্রিক টন ধান ক্রয় করবে উপজেলা খাদ্য গুদাম। (১৬ মে) শুক্রবার সকালে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মো. ইবনে আল জায়েদ হোসেন।

হাজীগঞ্জ উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে শুরু হয়েছে সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃষকের ঘামঝরা পরিশ্রমের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা হবে এবং কৃষকরা লাভবান হবেন। উদ্বোধনী দিনে স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন। তারা সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রির মাধ্যমে ন্যায্য লাভের আশা করেন।

বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ফারজানা আক্তার মিলি, ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ, উপ-সহকারী কৃষি অফিসার মো: কামাল হোসেন পাটোওয়ারী, সহকারী উপ- খাদ্য পরিদর্শক মো: নাসিমুল করিমসহ অন্যান্য কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষক ভাইদের জন্য সুখবর, ২০২৪-২৫ অর্থবছরে মৌসুমের প্রকৃত কৃষক কৃষাণীর নিকট থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দামে, প্রতি মন ধানের দাম ১৪৪০ টাকা ধরে লক্ষ্যমাত্রা অনুযায়ী খাদ্য গুদাম ক্রয় করছে। ধানগুলো শুকনো চিটামুক্ত উজ্জল সোনালী রঙ্গের হতে হবে। কৃষকের কৃষি কার্ড, জাতীয় পরিচয় পত্র, নিজ নামে ব্যাংক একাউন্ট থাকা বাধ্যতামূলক। বিক্রয়কৃত ধানের মূল্য কৃষকের ব্যাংক একাউন্টে দেওয়া হবে। দান ক্রয় কার্যক্রম আগামী ৩১-০৮-২০২৫ পর্যন্ত চলমান থাকবে। খাদ্য গুদাম ধান ক্রয় করার পূর্বে সেম্পল স্বরূপ ধানের মান যাচাই করে নেয়া হবে।

শুক্রবার, ১৬ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন