হাজীগঞ্জ বাজারে দেশীয় ফল ক্রেতার নাগালে: স্বজনের বাড়ি যাচ্ছে বাঙ্গি তরমুজ নিয়ে

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুর জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজারে দেশীয় ফলের বিশাল সমাহার। দাম ক্রেতার সাধ্যের মধ্যে হওয়ায় সবাই ফল কিনা নিয়ে ব্যস্ত। দোকানিরা দোকান সাজিয়ে বসে আছে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুপাশ হাজীগঞ্জ বাজারে। দেশীয় ফলের দাম সবার সাধ্যের মধ্যে হয়ায় ক্রেতারা কিনছে।

৮ এপ্রিল মঙ্গলবার হাজীগঞ্জ বাজারের সড়কের পাশে ভ্যান গাড়িতে ও টং দোকান সাজিয়ে বসেছে বিক্রেতারা। দেখা যায দেশীয় ফল বাঙ্গি, হুট, তরমুজ, সুপেদা, আতাফর, পেয়ারা, দেশে উৎপাদিত হচ্ছে বহির্বিশ্বের নামকরা খাবার সাম্মাম ফলসহ বাহারি রকমের মুখরস্র সুস্বাদু ফল। ফুটপাত ও টং দোকান সাজিয়ে বসেছে দোকানিরা।
অন্যান্য বছরের তুলনায় এ বছর বৈরী আবহাওয়া না হওয়ায়। পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকায় ফল ফলাদি হয়েছে চাহিদার তুলনায় অনেক বেশি। গরমে তৃষ্ণা মেটাতে তরমুজ বাঙ্গি সহ দেশীয় ফলের দিকে জুকছে সাধারণ মানুষ। দাম এ বছর তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় অনেক কম।
ভাই যাচ্ছে বোনের বাড়ি, জামাই যাচ্ছে শ্বশুরবাড়ি, শশুর যাচ্ছে বেয়াই বাড়ি, বন্ধু যাচ্ছে বন্ধুর বাড়ি, সবার বাড়ি এবং গাড়িতে একটাই দেখা যাচ্ছে রসালো দেশি ফল। দেশি বাহারি ফলের কারণে, বহির বিশ্ব থেকে আগত ছড়া দামের ফল কিনছে না তেমন ক্রেতারা।
বিদেশি ফল যেমন প্রতি কেজি মাল্টা ২৮০ টাকা থেকে ৩০০ টাকা, কমলা কেজি ২৫০ থেকে ৩৫০ টাকা, আনার ফল ৪০০ টাকা থেকে সাড়ে চারশ টাকা, আঙ্গুর সাদাটা ৩০০ টাকা, কালো আঙ্গুর সাড়ে চারশ টাকা, আপেল ২৫০ টাকা থেকে ২৮০ টাকা, নাশপাতি সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকা ধরে কেজিতে বিক্রি হচ্ছে। এ সমস্ত চড়া দামের ফল সবার কেনার ক্ষমতা থাকে না। স্বাদ থাকলে অসাধ্য থাকে না, দেশীয় ফল না থাকলে বিদেশি ফল চড়া দামে কিনতে হয়।
দেখা যায় এক জায়গায় যাওয়ার সময় এক দুই কেজি ফল তো কিনে নেওয়া সম্ভব নয়। একটু বেশি ফল নিতে হলে তিন থেকে পাঁচ হাজার টাকা গুনতে হয়। কয়জনের সাধ্যের মধ্যে আছে এত টাকা দামের ফল কিনে স্বজনের বাড়িতে যেতে পারে। তাই আমাদের দেশীয় ফল সাধ্যের মধ্যে থাকার সব জায়গায় এখন এর চাহিদা অনেক বেশি রসালো ফল তরমুজ বাঙ্গি নিয়ে স্বজনদের বাড়ি যেতে দেখা যায়।
১ কেজি আপেল, মালটা, কমলার দাম দিয়ে আমাদের দেশীয় ফল বাঙ্গি, তরমুজ, আনারস, সবেদা, আতা সহ অন্যান্য ফল ফলা দি পরিমাণে অনেক বেশি কিনে স্বজনের বাড়িতে যাওয়া সম্ভব। তাই সবাই বিদেশি ফলের চেয়ে দেশি ফল ক্রয় করতে দেখা যায়। বাজারে হাটলে বোঝা যায় দেশীয় ফলের মোমো গন্ধে পেট ভরে যায়। বাতাসের সাথে ছড়িয়ে যায় ফলের স্নিগ্ধ গ্রান।
দেড় থেকে দু কেজি ওজনের একটি বাঙ্গি মাত্র ৭০ থেকে ৯০ টাকা, ৮ থেকে ১০ কেজি ওজনের একটি তরমুজ মাত্র ৩০০ থেকে ৩৫০ টাকা, আনারসের হালি ২০০ টাকা, পেয়ারার কেজি ৭০ থেকে ৮০ টাকা, সবেদা ফল ১০০ টাকা, আতা ফল ১৫০ টাকা, সাম্মাম ফল বাহিরের হলেও দেশে বর্তমানে উৎপাদন করার কারণে এর দামও বাঙালির নাগালের মধ্যে রয়েছে।
প্রকাশ : মঙ্গল বার, ০৮ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

