ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন সাবেক এমপি শামছুল হক ভূঁইয়া
আনিছুর রহমান সুজন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিশাল শো-ডাউন করে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য , চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
বৃহষ্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন। কয়েকশত মোটর সাইকেল ও গাড়ীবহর নিয়ে ফরিদগঞ্জে নিজের গ্রামের বাড়িতে যান।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, সহসভাপতি সিদ্দিকুর রহমান , যুগ্মসম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, উপজেলা যুবলীগের যুগ্মআহŸায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছারুল আলম কামরুল, উপঝেলা ছাত্রলীগের সাবকে সভাপতি দেলোয়ার মোল্লা, মাহবুব আলম সোহাগ, বর্তমান সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, যুগ্মসম্পাদক রবিউল হোসেনসহ বিভিন্নসংগঠনের উপজেলা , ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ের নেতৃবৃন্দ।
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা