কচুয়ায় স্ট্রাম্প ভেন্ডার সমিতির ইফতার অনুষ্ঠিত

ওমর ফারুক সাইম , কচুয়া
কচুয়া উপজেলা শাখা স্ট্রাম্প ভেন্ডার সমিতির উদ্যেগে গতকাল রবিবার কচুয়া বাজারে অবস্থিত মোবারক হোটেল এন্ড রেষ্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মো. শাহাজাহন মিয়া’র সভাপতিত্বে, মিজানুর রহমানের পরিচালনায প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্ট্রাম্প ভেন্ডার সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মিনহাজ¦ হোসেন মৃদুল।

এ ছাড়া কচুয়া কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মো. হাবিব উল্লাহ হাবিব, স্ট্রাম্প ভেন্ডার নুর উদ্দিন, জাহাঙ্গীর আলম (২), খাজা আনোয়ার (চাঁদপুর), কচুয়া এস আর অফিসের দু’মসজিদের দু’খতিব মাওলানা ইমরান হোসেন ও মাওলানা ছফি উল্লাহ আমজাদীসহ অনেকে উপস্থিত ছিলেন। মুনাজাত পরিচালনা করেন মাওলানা ছফিউল্লাহ আমজাদী

কচুয়া স্ট্রাম্প ভেন্ডার সমিতির ইফতার মাহফিলে অতিথিবৃন্দগণ।

Loading

শেয়ার করুন