চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর

সফিকুল ইসলাম রানা :  মঙ্গলবার (০৯ এপ্রিল) সৌদিআরবে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আজ সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের বেশ কয়েকটি দেশে পালিত হবে মুসলমানদের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আর সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের মতলব উত্তরের ১৮ গ্ৰামসহ ৪০ গ্রামেও পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।
চট্টগ্রামের মির্জাখিল দরবার শরীফের অনুসারী হিসাবে মতলব উত্তরে পাঁচানী, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী, দেওয়ানকান্দি, লতুর্দী, সাতানী ও দক্ষিণ মাথাভাঙ্গা, আমিয়াপুর, মধ্য ইসলামবাদ, গাজীপুুর, মধ্য এখলাছপুর (বড়ইকান্দি), ফরাজীকান্দি, রামদাশপুর, চরমাছুয়া, হাজিপুর, দক্ষিণ রামপুর, সরকারপাড়া ও ঠাকুরপাড়া অনেকে সৌদিআরবের সাথে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে থাকেন।
মতলব উত্তরের দেওয়ান কান্দি গ্ৰামের বোরহান উদ্দিন ডালিম বলেন, সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার উপর নির্ভর করে আমরা রোজা পালন ও ঈদ উদযাপন করে থাকি।
এ সময় তিনি জানান, আজ বুধবার  পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রয়োজনী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Loading

শেয়ার করুন