চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক : ডেভিল হান্ট অভিযানে চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ ও শাহরাস্তি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল। তিনি ওই ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে এবং শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবির।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাউসারুল আলম কামরুলের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন ফরিদগঞ্জ থানা পুলিশ। গত ২৮ সেপ্টেম্বর বিকেলে ফরিদগঞ্জের ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন উপলক্ষ্যে মিলাদ ও কেককাটা অনুষ্ঠানকে কেন্দ্র করে নয়াহাট বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের চারজন আহত হন। এই ঘটনায় বিএনপি কর্মী জামাল গাজী বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকারকে প্রধান অভিযুক্ত করে নামধারী অর্ধশতাধিক এবং অজ্ঞাত আরও দুই শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর কামরুল বেশ কয়েকদিন আত্মগোপনে ছিলেন।
চেয়ারম্যান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখন, ‘আমি এরেস্ট, দোয়া করবেন। আমার পরিষদের জহির মেম্বার আমাকে এরেস্ট করাইছে। সে পেনেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাবে এই জন্য।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, চেয়ারম্যান কাউসারুল আলম কামরুলের বিরুদ্ধে উপজেলার নয়ারহাটে নাশকতার ঘটনায় মামলা রয়েছে। তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।
এ ছাড়া শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবিরকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে।
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

