ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থী শামছুল হক ভূঁইয়ার নির্বাচনী গণসংযোগ

ফরিদগঞ্জ প্রতিনিধি :
আসন্ন সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়ার নির্বাচনী গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধায় ফরিদগঞ্জ বাজারে পশ্চিম মাথা থেকে শুরু করে বাজারে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করেন।

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

এসময় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে এক সমাবেশে বক্তরা বলেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে আমাদের প্রার্থী গণমানুষের ভোটের জন্য প্রার্থী হয়েছেন। আমরা আশা করি আগামী নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করবো। ড. শামছুল হক ভূঁইয়া এমপি থাকা কালিন এই এলাকার মানুষের জন্য ব্যাপক কাজ করে গেছেন। আগামী নির্বাচনে যদি আমাদের প্রার্থী জয় লাভ করে তা হলে এই ফরিদগঞ্জ কে একটি মডেল ফরিদগঞ্জে রুপান্ত করবো।

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার, যুগ্মসাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদ উল্য তফদার, ডেপুটি কমান্ডার সরোয়ারসহ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন