মতলব উত্তরে প্রবাস থেকে ফিরেই নেতার কবর জিয়ারতে যুবদল নেতা

সফিকুল ইসলাম রানা : সুদূর ইউরোপের দেশ ইটালি থেকে দেশে ফিরেই প্রিয় নেতার কবর জিয়ারত করলেন উপজেলা যুবদল নেতা মো. শাহ জালাল। রবিবার (৯ মার্চ) যুবদল নেতা মো. শাহ জালাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লেন করেই বাড়ি না গিয়েই সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবর জিয়ারতে চলে আসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা শ্রমিক দল নেতা মফিজুল ইসলাম, বিএনপি নেতা মো. জরিফ সরকার, মো. দিপু, জিয়া পরিষদের মতলব উত্তর উপজেলার সভাপতি মো. মোবারক হোসেন, ছেংগারচর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মো. জিসান আহাম্মদ, যুবদল নেতা মোশাররফ হোসেন, বাবু মিয়া, বাগানবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম সাইদ, ছাত্রদল নেতা ইমন, নাঈম প্রমুখ।
কবর জিয়ারত শেষে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ বলেন, যুবদল নেতা শাহজালাল আজকে বিদেশ এসে নিজ বাড়িতে না গিয়ে আমাদের নেতার কবর জিয়ারতে চলে এসেছে। নেতার প্রতি অগাধ শ্রদ্ধা ও ভক্তি ছিল বলেই আজকে এখানে চলে এসেছে। এটাই রাজনীতির শিষ্টাচার। শাহজালাল দুঃসময়ে বিভিন্নভাবে নেতাকর্মীদের সাহায্য সহযোগিতা করেছে। শাহজালাল মরহুম নুরুল হুদার একনিষ্ঠ একজন কর্মী ছিল। এখন মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।
যুবদল নেতা মো. শাহ জালাল বলেন, আজ আমি ইটালি থেকে আজকে দেশে এসে আমার প্রিয় নেতার কবর জিয়ারত করতে এসেছি। এই রমজান মাস উপলক্ষে নেতাকে যেন রাব্বুল আল আমিন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
তিনি আরও বলেন, ১৭টি বছর আমরা দলীয় নেতৃবৃন্দ একত্রিত হতে পারিনি। গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকার ভারতে পালিয়ে যাওয়ার পরে সবাই একত্রিত হতে পেরে আমি আনন্দিত। আগামী দিনগুলোতে মতলবে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হলে তানভীর হুদার বিকল্প নেই।
প্রকাশ : রোব বার, ০৯ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

