হাজীগঞ্জের দুই কৃতী সন্তান বেফাক মেধাতালিকায় কৃতিত্ব লাভ

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জের দুই কৃতী সন্তান বেফাক মেধাতালিকায় কৃতিত্ব লাভ করে চাঁদপুর জেলাবাসীর সহ হাজীগঞ্জ উপজেলা বাঁশের মুখ উজ্জ্বল করে। তারা দুই সহোদর ভাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর-এর সাবেক সভাপতি প্রিন্সিপাল এম এ মতিন মজুমদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতির দুই পুত্র। তাঁরা একসঙ্গে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মেধাতালিকায় স্থান লাভ করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তাঁদের শিক্ষালয় জামিয়া বাইতুল করিম, হালিশহর থেকে তাঁরা ২৬ এপ্রিল শনিবার অংশগ্রহণ করে। হাফেজ মোহাম্মদ মুত্তাকীন মজুমদার। তিনি জমাতে হাশতুম (মুতাওয়াসসিতাহ) বিভাগে অংশগ্রহণ করে সারাদেশে ২৭ তম স্থান অর্জন করেন। হাফেজ মোহাম্মদ শিহাব মজুমদার। ইবতিদায়িয়্যাহ (মোতাফাররকা) বিভাগে সারাদেশে ৫০ তম স্থান লাভ করেন।
তাদের এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বেফাকের সহ-সভাপতি এবং চরমোনাই দরবারের পীর, সৈয়দ মুহাম্মদ মুফতি রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) সম্মাননা ক্রেস্ট ও বিশেষ পুরস্কার তুলে দেন। এই অসাধারণ সাফল্যের পেছনে ছিল দুই ভাইয়ের গভীর অধ্যবসায়, চিন্তাশীলতা ও নিরলস পরিশ্রম। তাদের একত্রে এমন সাফল্য একজন পিতার জন্য নিঃসন্দেহে অনির্বচনীয় আনন্দের উৎস।
২৭ এপ্রিল রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল গাজী উপরোক্ত কৃতিত্বের নিউজ এর সংবাদের তথ্য দিয়ে বলেন, আমরা তাদের এই অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে তারা যেন ইসলামী শিক্ষা, আদর্শে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বিশেষ অবদান রাখতে পারে, সেই দোয়া ও শুভকামনা করেন। তিনি আরো বলেন, তাদের দুই ভাইয়ের এই কৃতিত্ব আমাদের চাঁদপুর জেলা সহ হাজীগঞ্জ উপজেলার মুখ উজ্জ্বল হয়েছে।
প্রকাশ : রোববার, ২৭ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

