চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম হোসেনের গণসংযোগ ও পথসভা

ওমর ফারুক সাইম, কচুয়া :
চাঁদপুর-০১ কচুয়া আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ¦ মো. গোলাম হোসেন দিনব্যাপী কচুয়ায় পৌর এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার সকালে কোয়াচাঁদপুর বাজার সংলগ্ন বাইতুল জান্নাত জামে মসজিদের নির্মাধিন কাজের শুভ উদ্বোধন, আওয়ামী লীগ নেতা মরহুম মঞ্জুর আহমেদ সুজনের কবর জিয়ারত, দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরের বাস ভবনের আঙ্গীনায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে বিকালে পৌর বাজারে ব্যবসায়ীদের সাথে গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় ও উত্তর বাজার পল্টন ময়দানে আয়োজিত পথসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির,সাবেক সহ সভাপতি মিয়া মো. সাহাদাত হোসেন,সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন প্রধানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন